পল্লী বিদ্যুৎ সমিতির বিজয় দিবস পালিত ও কৃতি সন্তান সম্মাননা
শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কৃতি সন্তান সম্মাননা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
১৬ ডিসেম্বর সকাল ৭ টায় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদ প্রতি শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে।তার পরে শ্রীমঙ্গলস্থ পল্লী বিদ্যুৎ পল্লী সমিতির মাঠে কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পর বিভিন্ন প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ করা হয়।
পরে কৃতি সন্তান সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতাতে এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু,ব্যবস্থাপনা পরিচালন পরিদপ্তর পূর্বাঞ্চল (পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড)মো.ইউসুফ ডালি,সভাপতি,মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কামাল উদ্দীন,সদস্য সচিব মো.আবদুল রহিম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুজিত কুমার দাস।
মন্তব্য করুন