পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কাটার অভিযোগ

October 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কেটে মাটি নিয়ে নিচু জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন গিয়ে এ অভিযোগের সত্যতা পেয়েছেন।
এলাকাবাসী ও ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব বড় ধামাই গ্রামের বাসিন্দা সমছু মিয়া ও মুসলিম মিয়ার মালিকানার দুটি বড় টিলা প্রায় এক মাস ধরে কাটা হচ্ছে। তাঁরা টিলা কেটে বাড়ি তৈরি করবেন। এ দিকে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল প্রতি দিন রাতে টিলার মাটি ট্রাকে করে নিয়ে পাশে অবস্থিত তাঁর নিচু জমি ভরাট করছেন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আজ রোববার দুপুরে পূর্ব জুড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন কাটা দুটি টিলা পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমান পাওয়া গেছে। এ বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানাব।
অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করে সমছু মিয়া ও মুসলিম মিয়ার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ায় জনচলাচলে অসুবিধার সৃষ্টি হয়। সেজন্য মাটি সরিয়ে নেওয়া হয়।
তবে উপজেলার এসিল্যান্ড রতন কুমার অধিকারী বলেন, তদন্তে টিলা কাটা ও মাটি নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com