ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে মৌলভীবাজারে ৫৮০ জন নারী পেলেন ল্যাপটপ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালায় জেলার সদর, বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার ৫৮০জন নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৯ এপ্রিল জেলা প্রশাসন মৌলভীবাজার ও আইসিটি বিভাগের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ৩টি উপজেলার মোট ৫৮০জন নারীকে ৬মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে তাদের ল্যাপটপ দেওয়া হয়।
এর মধ্যে জেলার সদর উপজেলার ৮০ জন, শ্রীমঙ্গল উপজেলার ৮০ জন মোট ১৬০জনকে ল্যাপটপ প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে ল্যাপটপ বিতরণী অনুষ্টানে ভার্চ্যূালী ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে হার পাওয়ার প্রকল্প ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো: ইকবাল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা অনলাইনে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজে ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের এই ল্যাপটপ প্রদান করা হয়।
মন্তব্য করুন