বড়লেখায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গ্রে*ফতার

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমানকে সোমবার রাতে গাংকুল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
একটি রাজনৈতিক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ফয়জুর রহমান গাংকুল গ্রামের মৃত মমিন আলীর ছেলে।
বিএনপি-জামায়াতের দলীয় সূত্র জানায়, গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থীর (ধানের শীষের) নেতাকর্মী, সমর্থক ও এজেন্টদের মাঠছাড়া করতে নির্বাচনের ১০ দিন আগে ১৯ ডিসেম্বর রতুলি নৌকার প্রার্থী আওয়ামী লীগ সরকারের তৎকালীন হুইপ শাহাব উদ্দিনের নির্দেশে রতুলি বাজারে আওয়ামী লীগের অফিসে লাঠিসোটা, অস্ত্র ও বোমা বিষ্ফোরণ, হামলা, ভাংচুর ও হত্যা চেষ্ঠার মিথ্যা অভিযোগ এনে বিএনপি-জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। তার এই মিথ্যা মামলায় বিএনপি-জামায়াতের অনেকে বছরের পর বছর পালিয়ে থেকে মানবেতর জীবন যাপন করেন। অনেকে দীর্ঘদিন কারাভোগ করেন।
বড়লেখা থানার ওসি মো: আবুল কাশেম সরকার জানান, ধৃত আসামি আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমানকে বড়লেখা থানার একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন