বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

আব্দুর রব : এনসিসি ব্যাংক লি. বড়লেখা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সঞ্চয় করার মন মানসিকতা তৈরীর লক্ষ্যে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সোমবার দুপুরে পৌরশহরের ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী তাৎক্ষনিক ব্যাংক একাউন্ট খোলায় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে উপহার স্বরূপ শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও জালালাবাদ প্রতিনিধি আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপক আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক সামছুল ইসলাম।
মন্তব্য করুন