বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুর রব : বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদতপুর যুবসমাজ আয়োজিত ফকিরবাজার মিডবার ফুটবল টুর্নামেন্ট বুধবার (১৪ মে) বিকেলে ফকিরবাজার সংলগ্ন মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় মাইজগ্রাম ফুটবল একাদশ দাসউরা ফুটবল একাদশের মুখোমুখী হয়। এতে টাইব্রেকারে মাইজগ্রাম ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
এ উপলক্ষ্যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন।
ধারাভাষ্যকার মো. আখতার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কালাম লুলাই, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল আলম, ফকিরবাজারের ব্যবসায়ি প্রদীপ দাস, শাহীন আহমেদ, আব্দুল মালিক, সমছ উদ্দিন, হেনু মিয়, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, রুবেল আহমদ, জবরুল হোসেন মুসা, হাবিবুর রহমান, সইব উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন