বড়লেখায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

May 27, 2025,

আব্দুর রব : বড়লেখায় ভূমি মেলার দ্বিতীয় দিন ২৭ মে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস ভূমি মেলার আয়োজন করে। সোমবার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার।

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি শওকত আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, থানার এসআই সুব্রত চন্দ্র দাস, হাকালুকি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) বীরবল কান্তি চৌধুরী, ভুগা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল মুত্তাকীন, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আশীষ কুমার, বড়লেখা সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com