বড়লেখায় শ্রমিক লীগ নেতা গ্রে/প্তার

July 14, 2025,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১৩ জুলাই রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com