বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউকে ফাউন্ডেশন

July 10, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে তালিমপুর গ্রামের হতদরিদ্র বরাতুন বেগমকে একটি পাকা টিনসেট বসতঘর নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। সংগঠনের দুজন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও মাওলানা মো: আব্দুস সবুর এই বসতঘর নির্মাণে তিন লক্ষাধিক টাকা অর্থায়ন করেছেন।

৯ জুলাই বুধবার দুপুরে বড়লেখা ফাউন্ডেশন ইউকে আনুষ্ঠানিকভাবে উপকারভোগি দুস্থ নারীর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে।

স্থানীয় সমাজসেবক ও এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, ইউপি সদস্য বদরুল ইসলাম, সমাজসেবক হাজী মো: আব্দুল মুকিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com