বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বড়লেখায় সীমাহীন  দুর্ভোগে বানভাসিরা ত্রাণ বিতরণ অব্যাহত

July 2, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় গত ৩ দিন ধরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রায় ১৫ দিন ধরে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন বানভাসিরা। উপজেলার ১০ ইউনিয়নের ৫টির শতভাগ ও ৫ ইউনিয়নের আংশিক এলাকা বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া পৌরসভা এলাকারও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসন, বিভিন্ন সমাসেবী সংগঠন ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

১ জুলাই শুক্রবার দিনব্যাপি উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএনসিসি’র উদ্যোগে নৌকাযোগে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সরকারি কলেজ বিএনসিসি’র পিইউও প্রভাষক লিটন চন্দ্র দত্ত, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি মেম্বার মক্তার আলী ও বিএনসিসি’র সদস্যরা।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com