বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার বৈঠক অনুষ্ঠিত

January 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ গুলিস্তান পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণের দাবি এবং জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচনের প্রতিবাদে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে সভাপতি  মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালীর পরিচালনায় জেলা কার্যালয়ে নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক মাওলানা কাজী হুসাইন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ বিন বাশার, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আল আমিন আহমেদ ফুয়াদ প্রমুখ।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ৭ ফেব্রুয়ারী গুলিস্তান পার্কে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com