বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা গঠন : সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক হেলাল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরার সমাপনী অধিবেশন শহরের জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কনফারেন্স হলে মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত শুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনিতীবিদ মাওলানা রেজাউল করিম জালালী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করীম জালালী বলেন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে কিছু সংখ্যক ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। তিনি সাধারণ জনগণের সার্থে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ দুই বছর যাবৎ দলের মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি সকল আলেমদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে।
শূরায় ২০২৩-২৪ সেশনের জন্য উপস্থিত সদস্যদের শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী কে সভাপতি ও মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী কে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়।
মন্তব্য করুন