বাসদ এর প্রতিকী প্রতিবাদ সমাবেশ

April 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে গুলি করে শ্রমিক হত্যায় দায়ী মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, প্রশাসনিক বা পুলিশি তদন্ত কমিটি নয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা, আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং লকডাউনে সকল শ্রমজীবীদের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দেওয়া, নিম্ন আয়ের শ্রমজীবীদের ওপর প্রশাসনিক নিপিড়ন বন্ধ করা এবং মৌলভীবাজার জেলায় করোনা চিকিৎসা আধুনিকায়নে জঞচঈজ ল্যাব স্থাপন করা, সরকারি আইসিইউ স্থাপন করা, সার্বক্ষণিক সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস নিশ্চিত করার দাবীতে প্রতিকী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২ এপ্রিল বৃহস্পতিবার বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মঈনুর রহমান মগনু এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য লিটন সুত্রধর, বাসদ নেতা আব্দুর রউফ রুবেল এবং ছাত্র ফ্রন্টের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com