বিএনপি নেতা আব্দুস শহীদের মৃত্যুতে এম নাসের রহমানের শোক

September 26, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

সোমবার ২৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এম নাসের রহমান বলেন মরহুম আব্দুস শহীদ বিএনপি’র একজন নিবেদিত ত্যাগী নেতা ছিলেন।

তাঁর মৃত্যুতে অত্যন্ত মর্মাহত ও ব্যথিত হয়েছি, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহপাক যেন পরিবারের সবাইকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।

উল্লেখ্য, বিএনপি নেতা আব্দুস শহীদ সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ৭ টা ২০ মিনিটের সময় ইন্তোকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। আব্দুস শহীদ মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের বাসিন্দা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com