বিজিবি-৫২ ব্যাটালিয়নের ৩ দিনব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

July 8, 2025,

আব্দুর রব : বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সোমবার সকালে ব্যাটালিয়ন সদরে ফলজ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

এবার ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে বিভিন্ন প্রজাতির ১১০০টি গাছের চারা রোপন করা হবে। ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কার্যক্রমের সমাপ্তি হবে আগামি বুধবার।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায়  বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছর মাননীয় প্রধান উপদেষ্টার বৃক্ষরোপণ কর্মসূচীর শ্লোগান হচ্ছে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মহোদয় গত ৩ জুলাই সদরদপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকায় চারা রোপণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ এর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে ৭ জুলাই হতে ৯ জুলাই পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে ৩৯৫টি বনজ, ৩৮৫টি ফলজ, ১৩০টি  ভেষজ, ১৪৫টি ঔষধী এবং ৪৫টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১১০০টি বৃক্ষচারা রোপন করা হবে। উক্ত কর্মসূচী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার সমাজসেবক ও বৃক্ষপ্রেমী মো. আব্দুল আলীম লোদী ২১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিনামূল্যে সরবরাহ করায় ব্যাটালিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com