বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
May 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ ‘তামাকমুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজার বিশ্ব তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে জেলায় প্রশাসনের ধারাবাহিতায় জনসচেতনতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি অলংকৃত করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তামাকজাত পণ্য ব্যবহারের কুফল সম্পর্কে যুব সমাজকে সচেতন করেন।
মন্তব্য করুন