বোরহান উদ্দিন সোসাইটি’র উদ্যোগে গুণিজন সংবর্ধনা

December 1, 2021,

স্টাফ রিপোর্টার জেলার ঐতিহ্যবাহী মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন “শেখ বোরহান (রহ.) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার” এর উদ্যোগে সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম কয়ছর এর ব্যবস্থাপনায় জেলার গুনিজন ও করোনা কালে যারা কাজ করেছেন এমন কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার ২৯ নভেম্বর সন্ধা ৭টায় রেস্টইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

সংবর্ধনা প্রদান করা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা প্রয়াত  সৈয়দ মহসিন আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমানকে মরণোত্তর  এবং জেলার বিশিষ্ট আইনজীবী লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, রাজনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা বেগম, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, আরজান  খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আরজান খান, মুক্তিযুদ্ধা রাজলাল রাজভর, তাকরিম ফাউন্ডেশন, সমাজ সেবক আব্দুস সালাম, খসরু চৌধুরী, তামান্না আক্তার, মরিয়ম বেগম, নাজমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী অলি আহমদ খোকন, শাহ বন্দর  যুব সংস্থার সভাপতি শাহ রাজু আল,  স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মিজানুর রহমান রাসেল,  দপ্তর সচিব সিরাজুল হাসান,সমাজ কল্যান সচিব এম জুনেদ আহমদ,   নির্বাহী  পরিচালক আব্দুল মুত্তাকিন শিবলু,  ফ্রি অক্সিজেন সার্ভিস জেলার টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান,সহকারি টিম লিডার সিরাজুল ইসলাম, হায়দার আলী নয়ন, ফয়জুর রহমান রাজু,রেদওয়ান আহমদ,কেএম শাহ জাহানুর রহমান,আশরাফ চৌধুরী সাব্বির,আবুল মাসুম রনি, কামরুল ইসলাম তপু , মনসুর আলম দীপু, মাহবুবুর রহমান মিনহাজ, শেখ মারুফ আহমদ, সোহান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুনি জন্মগ্রহণ করে না এই কথাটুকু যথার্থভাবে অনুধাবন করেই শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলাম সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এই গুণীজন সংবর্ধনা আয়োজন করেছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com