বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুলের ২দিন ব্যাপি বার্ষিক মিলাদ সম্পন্ন
January 31, 2019,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপি বার্ষিক মিলাদ মাহফিল গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ ও মোনাজাত পরিচালনা করেন জুড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বয়ান পেশ করেন জামেয়া ইসলামিয়া দুরুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ টাইটেল মাদ্রাসার (টিলাবাজার) মোহাদ্দিস মাওলানা মোঃ জাফর আহমদ, দক্ষিণভাগ হাইস্কুল জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা খলিলুর রহমান শাহীন, কাজী হুমায়ুন রশীদ চৌধুরী প্রমূখ।
মন্তব্য করুন