বড়লেখার প্রথম নারী আর্মি অফিসার ফারিয়া

December 18, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রথম নারী আর্মি অফিসার ল্যাপটেনেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফারিয়া আবেদীন। তিনি উপজেলার বর্নি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুহেলী আক্তারের জ্যেষ্ট মেয়ে।

জানা গেছে, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ফারিয়া আবেদীন ২০১৫ সালে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করে সেনাবাহিনীর কমিশন রেংকে যোগদান করেন। পরবর্তীতে সাফল্যের সাথে বিএমএ’র ৭৬তম লং কোর্স সম্পন্ন করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্প্রতি তিনি ল্যাপটেনেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। ৮ ডিসেম্বর সেনাবাহিনীর প্রেসিডেন্ট প্যারেডে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আর্মি অফিসার ফারিয়া আবেদীনকে পদোন্নতির ব্যাজ পরিয়ে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com