বড়লেখায় ইয়াবাসহ আটক ১

January 1, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে ইয়াবাসহ সাজু ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ৩০ ডিসেম্বর তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই আতাউর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের গাজীটেকা আদিত্যের মহালস্থ বড়লেখা ইঞ্জিনিয়ারিং মটরস লিমিটেড গ্যারেজের সামনে থেকে সাজু ইসলামকে আটক করে।

প্রথমে পুলিশ তার দেহ তল্লাশি করে পড়নের জ্যাকেটের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গ্রামতলা তার ভাড়া বাসায় আরও ইয়াবা রয়েছে। পরে ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার শয়ন কক্ষে স্টিলের আলমারির ভেতর থেকে আরও ১৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। আটককৃত সাজু ইসলামের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে  আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com