বড়লেখায় করোনায় মৃত ব্যক্তির জানাজা-দাফন করলো টিম ফর কোভিড ডেথ

আব্দুর রব॥ বড়লেখার কাঁঠালতলীর শিমুলিয়া গ্রামে করোনায় মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেছে টিম ফর কোভিড ডেথ। শনিবার ১০ জুলাই বেলা ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম ফখর উদ্দিনের লাশ দাফন করেছে তারা।
জানা গেছে, শিমুলিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফখর উদ্দিন (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জুলাই রাত ৩ ঘটিকায় সিলেট নুর জাহান হসপিটালে মারা যান (ইন্না লিল্লাহি..রাজিউন)। মরহুমের ভাইয়ের খবরে নিহত ফখর উদ্দিনের লাশ দাফনে ছুটে যান বড়লেখা ও জুড়ী উপজেলার (টিম ফর কোভিড ডেথ) সংগঠনের টিম লিডার মো. শাহাব উদ্দীন। টিম লিডার মো. শাহাব উদ্দীন, সহকারী টিম লিডার মস্তফা উদ্দিন, জাকির হোসেন মনির, সোহেল আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা খালেদ আহমদ, আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন, আব্দুল হান্নান, আতিকুর রহমান, ফরহাদ আহমদ প্রমূখ নিহতের গোসল সম্পন্ন করেন। পরে বেলা ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জনাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করেছেন।
মন্তব্য করুন