বড়লেখায় ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

July 29, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় ৩ স্ত্রীর স্বামী লম্পট কয়েছ উদ্দিন (২৫) ঘুমন্ত কিশোরীকে শয়নকক্ষ থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে।
২৭ জুলাই মঙ্গলবার ভোররাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দোহালিয়া (টিলাবাড়ি) গ্রামের মৃত তজন উদ্দিনের ছেলে কয়েছ উদ্দিন ধর্ষণের চেষ্টা করেন। মঙ্গলবার রাতে কিশোরীর বাবা ধর্ষণ চেষ্টাকারী লম্পট কয়েছের বিরুদ্ধে থাকায় অভিযোগ দিয়েছেন।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, কিশোরীর বাবা-মা পশ্চিম দক্ষিণভাগ গ্রাম সংলগ্ন রেললাইনের পাশে ৩ কক্ষের ঘর বানিয়ে বসবাস করেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে লম্পট কয়েছ উদ্দিন কৌশলে কিশোরীর শয়নকক্ষের জানালা খুলে ভিতরে প্রবেশ করে। সে ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে বসতঘরের প্রায় ১শ’ ফুট উত্তরে রাস্তার নিচে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তি ও কিশোরীর আর্ত চিৎকারে বাবা-মা এগিয়ে গেলে ধর্ষণ চেষ্টাকারী লম্পট কয়েছ উদ্দিন পালিয়ে যায়।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মুহুর্তে ২৮ জুলাই বুধবার বিকেলে অভিযোগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com