বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার
December 17, 2018,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ রোববার রাতে উপজেলার বর্নি ইউনিয়ন জামায়াতের আমির কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার সৎপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। ১৭ ডিসেম্বর সোমবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানিয়েছে, বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার আসামী হিসেবে জামায়াত নেতা কামাল উদ্দিনকে রোববার রাতে নিজ বাড়ি থেকে এসআই অমিতাভ দাস তালুকদার ও এসআই শরীফ উদ্দিন তাকে গ্রেফতার করেন।
ওসি মো. ইয়াছিনুল হক জানান, গ্রেফতার কামাল উদ্দিনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন