বড়লেখায় তালিকাভূক্ত ডাকাত গ্রেফতার
November 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশ কুদ্দুস মিয়া নামের এক তালিকাভূক্ত ডাকাতকে গ্রেফতার করেছে।
ডাকাত কুদ্দুস মিয়া বড়লেখা উপজেলার তেলিমেলী (গোপালপুর) গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে বড়লেখা থানার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত কুদ্দুস ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন গ্রেফতার কুদ্দুস ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার কুদ্দুস ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন