বড়লেখায় দলিল জালিয়াতি মামলার ২ আসামিকে হাজতে প্রেরণ

March 27, 2023,

আব্দুর রব॥ বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক দলিল জালিয়াতি মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

সোমবার ২৭ মার্চ দুপুরে জামিন নিতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- উপজেলার বাঘমারা ঝগড়ি গ্রামের রকিব আলী ও সেজু মিয়া।

জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের প্রবাসী ফরিজ আলীর ১৫২/১৯৮২ নং দলিলমুলে ক্রয়কৃত ১১ শতাংশ ভূমির জাল দলিল তৈরীর মাধ্যমে গত বছরের ৬ জানুয়ারি নামজারি করে নেন রকিব আলী, ওয়াছিদ আলী ও সেজু মিয়া নামক ৩ ব্যক্তি।

ঘটনাটি ধরা পড়লে প্রবাসীর ছেলে আলী হোসেন এই তিন জালিয়াতের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর-৩৮২/২০২২) করেন। সোমবার ওই মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে আদালত দলিল জালিয়াত রকিব আলী ও সেজু মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন জানান, দলিল জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালত ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com