বড়লেখায় নানা আয়োজনে বিজয় দিবস পালন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় নানা আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা সরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন রোববার মহান বিজয় দিবস পালন করেছে।
উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় উপজেলা আ’লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, বন ও পরিবেশ সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, সম্পাদক আব্দুল মালিক ঝুনু, পৌরপ্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ প্রমূখ।
মন্তব্য করুন