বড়লেখায় নিরাপদ সড়কের  দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অবৈধ মাটিবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থী আহত

February 18, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারী সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়লেখা-ডিমাই সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। আহত শিক্ষার্থী রহিমা আক্তার এ বিদ্যালয়ের ছাত্রী। শনিবার স্কুলের সামনে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় সে আহত হয়ে বর্তমানে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কেছরিগুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি জানানো হয়। এছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের সামনে সড়কে দুটি স্থানে স্পিড ব্রেকার স্থাপন, স্কুল চলাকালীন অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি সরফ উদ্দিন নবাব, প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, ফরহাদ হোসেন দুলাল, বিশু চন্দ্র দে, আব্দুস শুক্কুর, মীর মোহাম্মদ হোসেন আহমদ, শুভ আহমদ, রুমা রাণী দে, প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান চৌধুরী, দাতা সদস্য খালেদ আহমদ, অভিভাবক লুলু মিয়া, শিক্ষার্থী রুসনা বেগম, ইসতিয়াক হোসেন মাহী, সানজিদা ইয়াছমিন চৌধুরী, রুবাইয়া নবাব সুমী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com