বড়লেখায় নৌকার সমর্থনে  আ’লীগের বর্ধিত সভা অংশ নেননি দায়িত্বশীল অনেকেই 

February 18, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম সুন্দরের সমর্থনে আ’লীগের বর্ধিত সভা ১৭ ফেব্রুয়ারী রোববার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এদিকে নৌকার প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অংশ নেননি বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দ।

উপজেলা আ’লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। তিনি সকলকে দলের সভানেত্রীর মনোনীত প্রর্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি নিমার আলী, এনাম উদ্দিন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রমিক লীগ সভাপতি আবুল হোসেন, বর্ণি ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, নিজবাহাদুরপুর ইউপির সাধারণ সম্পাদক খয়রুল আল নুনু, উত্তর শাহবাজপুর ইউপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, দক্ষিণভাগ ইউপি সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, তালিমপুর ইউপি সাধারণ সম্পাদক বিদুৎ কান্ত দাস প্রমুখ।

এদিকে নৌকার প্রার্থীর সমর্থনে আ’লীগ আয়োজিত এ বর্ধিত সভায় অংশ নেননি বিভিন্ন ইউনিয়নের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক দায়িত্বশীর নেতৃবৃন্দ। উপজেলা আ’লীগের ৭১ সদস্যের কমিটির মধ্যে হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে পৌর ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com