বড়লেখায় পুকুর থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে পুলিশ লাল মুন্ডা (৩৫) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত লাল মুন্ডা মোহাম্মদনগর গ্রামের মৃত নিরঞ্জন মুন্ডার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বিকেলে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ জুন শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদনগর এলাকার চা বাগানের পুকুরে লোকজন এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পান। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ দমকল বাহিনীর সহযোগিতায় পুকুর থেকে লাশ উদ্ধার করলে স্থানীয় লোকজন শনাক্ত করেন তিনি মোহাম্মদনগর গ্রামের মৃত নিরঞ্জন মুন্ডার ছেলে লাল মুন্ডা। নিহতের পরিবার ও স্থানীয়রা লাল মুন্ডার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর নয়ন কার্কুন জানান ‘চা বাগানের পুকুর থেকে পুলিশ লাল মুক্তা নামে এক চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন