বড়লেখায় প্রাক্তন স্কুল শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার দুই আসামি কারাগারে

May 18, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় বহুল আলোচিত প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন মার্ডার মামলার মুল পরিকল্পনাকারী মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। ১৮ মে বুধবার ধার্য তারিখে চার্জসীটভুক্ত দুই আসামি শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফজল হোসেন।
জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের পরিকল্পনায় ও নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খান, শাব্বির আহমদ, নিহতের ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, জসিম খান ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ মে বুধবার ধার্য তারিখে চার্জসীটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস চাঞ্চল্যকর আপ্তাব উদ্দিন হত্যা মামলার দুই আসামী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com