বড়লেখায় ফরেস্টের জুড়ী স্টাইকিং ফোর্সের বেপরোয়া চাঁদাবাজি
বড়লেখা প্রতিনিধি॥ বনবিভাগের জুড়ী স্টাইকিং ফোর্সের গার্ড লিয়াকত ও জীপ চালক শামীম ফরেস্টের বড় কর্মকর্তা সেজে ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বড়লেখায় বিভিন্ন বৈধ ইটভাটা ও রাস্তায় আগর গাছ (কাটা টুকরো) বাহী অটোরিকশা আটকিয়ে বেপরোয়া চাঁদাবাজি করেছে। গণমাধ্যমকর্মীরা রাস্তায় চাঁদাবাজির ঘটনা প্রত্যক্ষ করায় তারা জীপ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বন বিভাগের জুড়ী রেঞ্জের স্টাইকিং ফোর্সের জীপ নিয়ে ফরেস্টের বড় কর্মকর্তা সেজে বৃহস্পতিবার দুপুরে বড়লেখার বিভিন্ন ব্রিকফিল্ডে হানা দেয় বন প্রহরী লিয়াতক আলী ও জীপ চালক শামীম আহমদ। তারা দক্ষিণভাগ, রতুলি, কাঠালতলীসহ উপজেলার বিভিন্ন ব্রিকফিল্ড থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। কাঠালতলী ন্যাশনাল ব্রিকফিল্ডের ম্যানেজার অসিৎ দাস জানান, সরকারী নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব জিগজাগ পদ্ধতির ব্রিকফিল্ডে তারা ইট তৈরী করছেন। এখানে এক ইঞ্চিও কাঠ পুড়ানোর সুযোগ নেই। তবুও জুড়ী থেকে এসে রেঞ্জারের নামে স্টাইকিং ফোর্স চাঁদাবাজি করেছে। এদিকে ব্রিকফিল্ডে চাঁদাবাজি শেষে জুড়ীতে ফেরার সময় রতুলি ও দক্ষিণভাগের রাস্তায় কাটা আগর গাছবাহী অটোরিকশা (সিএনজি) আটকিয়ে চাঁদা আদায় করে বনপ্রহরী লিয়াকত ও জীপ চালক শামীম। সুজানগরের শাপলা গেটের আগর আতর ব্যবসায়ী ছায়েদ আহমদ দক্ষিণভাগের রাঙাউটি এলাকা থেকে তিনটি আগর গাছ কিনেন। তিনি অভিযোগ করেন বৃহস্পতিবার বিকেলে গাছগুলো কেটে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি নিচ্ছিলেন। টিলাবাজার মসজিদ সংলগ্ন রাস্তায় বনপ্রহরী লিয়াকত ও চালক শামীম অটোরিকশাটি আটক করেন। অথচ আগর গাছ বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি শিল্পের কাঁচামাল। কিন্তু কাঠগুলো অবৈধ বলে মামলা দেয়ার ভয় দেখালে বাধ্য হয়ে তিনি ২ হাজার টাকায় বিষয়টি মিটমাট করেন। এ প্রতিবেদকসহ দুইজন গণমাধ্যমকর্মী ঘটনাটি প্রত্যক্ষ করেন।
এ ব্যাপারে জানতে অগ্রসর হতেই জীপ স্টার্ট দিয়ে বনপ্রহরী লিয়াকত ও চালক শামীম দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। মোবাইল ফোন (০১৭২৭১৬৩০৬৬) বন্ধ করে দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জুড়ী স্টাইকিং ফোর্সের প্রধান ও রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, স্টাইকিং ফোর্স অহেতুক হয়রানী কিংবা চাঁদাবাজি কোনটাই করতে পারে না। বিধিবহির্ভুত কিছু হলে আইনগত ব্যবস্থা নিতে পারে। বনপ্রহরী লিয়াকত ও জীপ চালক শামীমের চাঁদাবাজির ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন