বড়লেখায় ফরেস্টের টিলা কাটা মামলায় এক আসামীর ২ বছরের কারাদন্ড

December 31, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় একোয়ার্ড ফরেস্ট এলাকার প্রাকৃতিক টিলা কেটে ভূমির শ্রেণি পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য বিনষ্টের মামলায় মো. ময়না মিয়া নামে এক আসামীর বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষিত হয়েছে। ময়না মিয়া উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুরে জনাকীর্ণ আদালতে বনবিভাগের দায়েরকৃত এই মামলার (সিআর-১২৭/২০) রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন ও বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বন আইনের একটি মামলার রায়ে ময়না মিয়া নামক আসামীর সশ্রম কারাদ- ও অর্থদন্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com