বড়লেখায় বসন্ত উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রথমবারের বইমেলায় উপচেপড়া ভিড়

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রথমবারের মত মঙ্গলবার বইমেলা অনুষ্ঠিত হয়। বড়লেখা নজরুল একাডেমি এ মেলার আয়োজন করেছিল। এছাড়া প্রতিবারের মত এবারও একাডেমির উদ্যোগে প্রাণের উৎসব বসন্ত উদ্যাপন হয়েছে। বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলা ও বসন্ত উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের ভীড় জমেছে। সন্ধ্যায় বইমেলা ও বসন্ত উৎসবের সমাপ্তি হয়।
বই মেলায় দেখা গেছে, বইয়ের স্টলগুলোতে শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন লেখকদের বই স্থান পেয়েছে। মানুষজন ভীড় জমিয়ে বই কিনছেন। বইমেলার সাথে ছিল বসন্ত উৎসব। উৎসব মঞ্চে একে একে গান গেয়ে প্রাঙ্গণকে মাতিয়ে রাখেন শিল্পীরা। কখনো একক, কখনো সমবেত গান ছিল। ছিল নানা আঙ্গিকের নাচ। পিঠার স্টলে ঐতিহ্যের সাত পদের পিঠা নিয়ে বসেছিল আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা।
দুপুরে প্রধান অতিথি হিসেবে বইমেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করেন বড়লেখা ইউএনও মো. সৃুহেল মাহমুদ। নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দীর সভাপতিত্বে ও একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, জেলা পরিষদ সদস্য হামিদুর রহমান শিপলু, উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, কবি সনজিৎ কান্তি দেব, অধ্যাপক নিয়াজ উদ্দিন, হিমাংশু রঞ্জন দাস, কবি জিতেন্দ্র দাস জিতু, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, কবি মৃণাল কান্তি দাস, দেলোয়ার হোসাইন, বিদ্যুত রঞ্জন দেব নাথ ও আতাউর রহমান আফতাব প্রমুখ।
দিনভর বই কেনাবেচা ও নাচ-গানের মধ্য দিয়ে আর এক বছরের অপেক্ষায় সমাপ্তি ঘটে উৎসবের।
মন্তব্য করুন