বড়লেখায় মিঠুর আহবানে বিভেদ ভুলে এক কাতারে ছাত্রদল
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় দলীয় পদ-পদবি নিয়ে ছাত্রদলে বিভেদ ছিল দীর্ঘদিনের। এনিয়ে দুই ভাগে বিভক্ত ছিল নেতাকর্মীরা। উভয়পক্ষই দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতো আলাদাভাবে। অবশেষে তাদের সেই বিভক্তির অবসান হয়েছে। অতীতের সব বিভেদ ভুলে এখন তারা এক কাতারে বিএনপির মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠুর পক্ষে একাট্টা। গত শনিবার রাতে উপজেলা ছাত্রদল নেতা নাদের আহমদের পৌরশহরস্থ বাসায় বিবাদমান উভয়পক্ষের নেতাকর্মীরা আলোচনায় এই বিভেদের অবসান হয়। বিভেদ ভুলে তাদের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মিঠু। এসময় তারা নির্বাচনে মিঠুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক আব্দুল কাদির পলাশ, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন, নাদের আহমদ, ফয়ছল আহমদ, সাইফুর রহমান, নুরুল ইসলাম সুজন, কাওছার আহমদ, জামাল আহমদ, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন