বড়লেখায় স্বামীর আগুনে  অগ্নিদগ্ধ সেই গৃহবধুর চিকিৎসায়  আর্থিক সহায়তা প্রদান

July 10, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ সেই গৃহবধু রহিমা বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম।

শুত্রবার ১০ জুলাই বিকেলে ফোরামের অস্থায়ী কার্যালয়ে গুরুতর আহত গৃহবধুর বাবা হতদরিদ্র রফিক উদ্দিনের হাতে আর্থিক সহায়তার ১০ হাজার তুলে দেওয়া হয়েছে। এসময় বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারী মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য কৃপাময় পাল, মোদরিছ আলী, আব্দুল খালিক, জেনালের মেম্বার হাফেজ মাওলানা শাহীন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে রহিমা বেগম (২৪) আরেঙ্গবাদ গ্রামে স্বামী-শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেয়ে আড়াই বছরের ছেলেকে নিয়ে ৭ মাস আগে বাবার বাড়িতে আশ্রয় নেয়। ছেলেকে দেখতে গিয়ে স্বামী শিপন আহমদ (৩১) গত  ৩ জুলাই শ্বশুড় বাড়িতে গিয়ে রাত্রি যাপন করে। ভোরবেলা ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে গৃহবধু রহিমার শরীরের প্রায় ৬৫ শতাংশ ঝলসে গেছে। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক। এদিকে ঘটনার পরই পুলিশ গৃহবধুর স্বামী শিপন আহমদ ও শ্বাশুড়ি আনুরি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com