বড়লেখায় ৪ জয়িতাকে সম্মাননা
December 10, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ ডিসেম্বর সোমবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চার নারীকে সম্মাননা দেয়া হয়েছে। এরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্যের ক্ষেত্রে জবা রাণী দত্ত, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে রাবিয়া বেগম, সফল জননী হিসেবে স্বপ্না রাণী শীল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সেফালি বেগম।
ইউএনও মো. সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, বিদ্যুৎ কান্তি দাস, সোনালী ব্যাংক বড়লেখা শাখার প্রিন্সিপাল অফিসার বাবুল কুমার চন্দ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব।
মন্তব্য করুন