মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন দীপ্ত নিউজ প্রিন্ট সংস্করণ

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত অনলাইন প্রিন্ট দীপ্ত নিউজ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১০ টায় দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসে প্রথম প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। প্রকাশিত পত্রিকা মৌলভীবাজার ৩ আসনে মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হালিম উদ্দিন আলীমসহ সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা হাতে তুলে দেন।
পত্রিকার মোড়ক উম্মোচন করেন, সাবেক প্রেসক্লাব সভাপতি বকসি ইকবাল আহমদ। এ সময় দীপ্ত নিউজ’ সম্পাদক দুরুদ আহমেদ উপস্থিত সাবাইকে পত্রিকাটি প্রদান করেন এবং পত্রিকাটির ‘মোড়ক উন্মোচনে উপস্থিত থাকায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন