মাওলানা রইস উদ্দিনকে হ*ত্যার প্রতি*বাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মান*ববন্ধন

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
৩ মে শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌর শাখার যৌথ উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও: মুফতি বশির আহমদ, অধ্যাপক মোহাম্মদ সেলিম, মুফতি মহিবুর রহমান, মাওঃ শামীম আহমদ, মো: ফখরুল ইসলাম, শেখ মাসুম আহমদ, মাওলানা মশাহিদ আলী, উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা মাওলানা রইস উদ্দিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন