মৌলভীবাজারের জেলা প্রশাসক সপরিবারে করোনা আক্রান্ত

July 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সপরিবারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার ৫ জুলাই বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন আমি কিছুটা সুস্থতা অনুভব করলেও আমার স্ত্রী ও ছোট ছেলের শারিরিক অবস্থা তেমন ভালো নেই। তিনি বলেন বাসার সকলের ঠান্ডা,কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে তিনি, তাঁর স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি মৌলভীবাজার জেলাবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য জেলা প্রশাসক লকডাউন ও কঠোর লকডাউন কার্যকর সহ স্বাস্থ্যবিধি মানাতে  নির্বাহী ম্যাজিস্ট্রেটগন  নিয়ে মাঠে কাজ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com