মৌলভীবাজারের বড়কাপনে ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই

March 26, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার পৌর শহরের শেখের গাঁও এলাকায় প্রতিবছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ষাড়ের লড়াইয়ে সিলেট জেলা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ষাড়গুলো নিয়ে মালিকরা অংশগ্রহণ করেন। প্রতিবছর ষাড়ের লড়াই প্রতিযোগীতার আয়োজন করেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদ।

মঙ্গলবার ২৬ মার্চ সকাল থেকে ষাড়ের লড়াই শুরু হয়। লড়াইয়ে মোট ১২ জোড়া ষাড় অংশ গ্রহণ করে। খেলায় মৌলভীবাজারের নেওয়াজ পাগলা সুনামগঞ্জের সুন্দরবনকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে। মৌলভীবাজারের বাংলাভাই সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলি রাজন সাধুকে পারজিত করে দ্বিতীয় স্থান অধিকার করে। মৌলভীবাজারের দয়াল বিশ্বনাথের জয়রাজ মাষ্টারকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী তিনটি ষাড়ের মালিক মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদ।

প্রতিযোগীতায় প্রথম পুরষ্কার ১৭ ইঞ্চি টিভি, দ্বিতীয় পুরষ্কার সিলিং ফ্যান ও তৃতীয় পুরষ্কার মোবাইল সেট।

ষাড়ের লড়াই প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, আব্দুর রহমান মনা, আছাব আলী, আলমঙ্গীর হোসেন রুমান, তরাজ মিয়া, রুহুল আমীন, জাহাঙ্গীর আলম, সিরাজ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শকবৃন্দ। খেলা উপভোগ করতে মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটে।

বিকেলে বিজয়ী ষাড়ের মালিকের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে প্রতিবছর ষাড়ের লড়াই প্রতিযোগীতার আয়োজন করায় কাউন্সিলর মাসুদ আহমদকে প্রধান আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com