মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিও)

January 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ ডিসেম্বর বিকেলে জেলা পরিষদের অয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে সপ্তম বারের মত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় স্টেডিয়াম মাঠ। সিলেট বিভাগের ৪টি জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৪৬টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন সৌখিন মালিকরা।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ওই ঘোড়াগুলোর আর্কষণীয় বিভিন্ন নাম দেন মালিকরা। যেমন জয়বাংলা, দুই ভাইয়ের মায়া, লালু পাগলা, রঞ্জিত বাচ্চা, ভাগের বাচ্চা,গরিবের বন্ধু,বাংলা ভাই, আমার স্বপ্ন, মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা, দোয়েল পাখি,কালারাজা, দিলদিওয়ানা, সোনারতরী, ময়না, রুপসী বাংলা,পাখি বাদশা, শুভরাজ, মামু ভাগনা এমন নানা নাম।

ঘোড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান এর সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

 ভিডিও দেখুন-

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com