মৌলভীবাজারে গ্রীণ সিটি প্রজেক্টে জেলা চ্যাম্পিয়ন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

May 17, 2025,

স্টাফ রিপোটার : মৌলভীবাজারে অনুষ্ঠিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ‘গ্রীণ সিটি’ শীর্ষক প্রকল্প প্রদর্শন করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বনামধন্য

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী (১৩-১৫ মে) অনুষ্ঠিত এ বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পরিকল্পনা ও দক্ষ উপস্থাপনা বিশেষভাবে নজর কারে উপস্থিত সবার। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনিন্দিতা ঘোষ তুলি, জাইমা ইসলাম ও রুয়াইদা নাজিম বর্ষা দলীয়ভাবে এই প্রজেক্ট উপস্থাপন করেন। উপস্থিত দর্শক ও বিচারকমণ্ডলীর সামনে তারা যে সাবলীলভাবে প্রকল্পের ধারণা তুলে ধরেন, তা প্রশংসিত হয় সর্বমহলে। বিদ্যালয়ের এই গৌরবময় অর্জনের পেছনে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সার্বিক দিকনির্দেশনায় সকল শিক্ষকদের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এই নবীন বিজ্ঞানীরা আগামী বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা ও দোয়া চেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com