মৌলভীবাজারে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ঐতিহ্য গৌরব ও সংগ্রামের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজার জেলা জাসাস’র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ ডিসেম্বর রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র সদস্য সচিব জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হেলু মিয়া , সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা আইনজীবি ফোরামের অ্যাডভোকেট নিয়ামুল হক, মুহিবুর রহমান সজিব, জনি আহমেদ, সুলতান আহমেদ টিপু প্রমুখ।
মন্তব্য করুন