মৌলভীবাজারে দোকানপাট বন্ধ,শহর ফাঁকা॥ মোড়ে মোড়ে চেকপোস্ট

July 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ কঠোর লকডাউনের প্রথম দিনে ১ জুলাই বৃহস্পতিবার জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা ছিলো লক্ষণীয়। শহরের কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকলেও অন্যান্য দোকান ও অফিস ছিলো বন্ধ। অন্য দিনের তোলনায় শহর ছিলো অনেকটাই জনশূন্য ও ফাঁকা। শহরের প্রতিটি প্রবেশদ্বারে ছিলো পুলিশের চেকপোস্ট।
পাশাপাশি প্রধান প্রধান সড়কে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল ছিলো দৃশ্যমান। লকডান বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ঘরের বাহিরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করা হচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায় গেলো ২৪ ঘন্টায় ৮৫ জনের মধ্যে ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০২৫ জন। মারা গেছেন ৩৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com