মৌলভীবাজারে ভোজ্য তেল ভিটামিন ‘এ’ ফোর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

April 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রতিনিধিময় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও  ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ ফোর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালায় অনুষ্ঠিত হয়।

রোববার ২৭ এপ্রিল দুপুরে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং GAIN (Global Alliance for Improve Nitrition) এর যৌথ উদ্যোগে ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ ফোর্টিফিকেশন সংক্রান্ত Capacity Building and Dissemination Workshop on Edible Oil Fortification in Bangladesh বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্ব ও সেমিনারে জেলা কার্যালয় নিরাপদ খাদ্য অফিসার মো: শাকিব হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয় যুগ্ন সচিব মো: জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য অধ্যপক্ষ ড. মোহাম্মদ শোয়েব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জালাল উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা এ এস এম নুরুজ্জামান, জেলা ভোক্তা অধিকারের উপপরিচালক মো: আল-আমিন প্রমুখ। সেমিনারে বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com