(ভিডিওসহ) মৌলভীবাজারে মনু প্রকল্পের ভেতর জলাবদ্ধতা নিরসনের দাবীতে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

August 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মনু প্রকল্পের আওতাধীন কাউয়াদীঘি হাওরে পানি নিস্কাষন না করায় রোপা আমন ধান রোপন অনিশ্চিত হয়ে পড়ায় ফুঁসে উঠেছে কৃষকরা।
বৃহস্পতিবার দূপুর দেয়টায় প্রেসক্লাব প্রাঙ্গনে কৃষি ও কৃষি রক্ষা কমিটির উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকরা।
বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষক সমিতির সাধারণ সম্পাদক জওহর লাল দত্ত, জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব জুনেদ আহমদ চৌধুরী, হাওর রক্ষা সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজন আহমদ, কৃষক ও ইউপি সদস্য জুবেল আহমদ, কৃষক হারুন মিয়া, আলমগীর হোসেন, খছরু চৌধুরী, হেলাল আহমদ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন নিরবিচ্ছিন্নভাবে এক সপ্তাহ পাম্প চালালে হাওরের জলাবদ্ধতা নিরসন হয়ে জমি আমন চাষের উপযোগী হবে। তারা এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও এলাকার অবৈধ মাছ চাষীদের দায়ী করেন। অভিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। পরে কৃষকরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com