(ভিডিওসহ) মৌলভীবাজারে মবশ্বির -রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে দিন ব্যাপি ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

June 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ করোনা মহামারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও মৌলভীবাজারে মবশ্বির -রাবেয়া ট্রাষ্টের উদোগে দিন ব্যাপি ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন রবিবার সকাল ১০টা থেকে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে চলতি বছরের পবিত্র হজ পালনে প্রস্তÍুতি নিচ্ছেন এমন হজ যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে দূপুর আড়াইটায় মৌলভীবাজার পৌর সভার মেয়র আলহাজ¦ মোঃ ফজলুর রহমান প্রশিক্ষণার্থীদের মধ্যে হজ্জ পালনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন মবশি^র-রাবেয়া ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস এম উমেদ আলী সহ অন্যান্যরা।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পাল করেন ঢাকা থেকে আসা এটিভির হজ উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
ব্যবহৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ, হজ নির্দ্দেশিকা ও কাংকর বেগ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com