মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন শিক্ষাবর্ষে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রিন্সিপাল মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মোহাম্মদ জাহিদ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এসময় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরী শিক্ষকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে সবাই ভীষন খুশি। মৌলভীবাজারে এ বছর উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ২ লাখ ৭৭ হাজার ৩৪২ জনকে ৩৬ লাখ ৫৭ হাজার ৬৭২টি বই এবং প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর কাছে ১২ লাখ ৪০ হাজার ২২৫টি বই বিতরন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি বছর ১লা জানুয়ারি ‘বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
মন্তব্য করুন