মৌলভীবাজারে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্থ : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস

January 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের টানা গত কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। রোববার ১ জানুয়ারি  সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে।

কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মেলেনা। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে যানবাহন গুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশী হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে।

শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিন বাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com