মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালা

June 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ জুন সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল কাদির এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকআবদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান।কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ ও জেলা জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শামছুল ইসলাম।কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com